যবিপ্রবিতে ১৭ চাকরি প্রার্থী অপহরণ, তদন্তে মিলেছে সত্যতা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৭ জন চাকরি প্রার্থীকে অপহরণের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গত ৭ ডিসেম্বর লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে তারা যবিপ্রবি ক্যাম্পাসে এসেছিলেন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ বিষয়ে তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হয়। তদন্ত কমিটি ৮ জন শিক্ষার্থীর সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, তদন্ত কমিটি অপহরণের ঘটনায় ৮ জন শিক্ষার্থী সরাসরি জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে। রিজেন্ট বোর্ডের সভায় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এ ছাড়া জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করবেন বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল থেকে সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাইয়ের বিষয়ে হল প্রশাসনের উদাসীনতা রয়েছে মর্মে রিজেন্ট বোর্ডের সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দিতে আসা ১৭ জন চাকরি প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রাখার অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে তাদের ছেড়ে দেয়া হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। এছাড়া অপহরণ হওয়া একজন ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

জাগো/জেএইচ 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ