ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করার দাবি এমপি এনামুল হক বাবুলের

আরো পড়ুন

যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চলের মানুষের কান্না এখনও থামেনি। কয়েক দশক ধরে দুঃসহ যাতনা নিয়ে বেঁচে আছেন তারা। সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তর পদক্ষেপ নিলেও তা কোনো কাজে আসছে না। বরং রাষ্ট্রের শত শত কোটি টাকা ভবদহের জলে হারিয়ে যাচ্ছে। যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারসহ বিভিন্ন সমস্যা সমাধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক এনামুল হক বাবুল এ কথা বলেন।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল প্রসস্থকরণসহ খনন করতে হবে। ভবদহ সমস্যার স্থায়ী সমাধানকল্পে টিআরএম প্রকল্প চালু করতে হবে। সরকারী খাল থেকে অবৈধ নেট-পাটা-কারেন্ট জাল অপসারণ করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কচুরিপানা পরিস্কার করে খাল ও নদীর পানি প্রবাহ ঠিক রাখতে হবে। অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। তাহলেই এ অঞ্চলের মানুষ মুক্তি পাবে, বৃদ্ধি পাবে ফসলী জমি।

অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম, আন্দোলন কমিটির নেতা অ্যাড. কামরুজ্জামান, বিষ্ণুপদ দত্ত, রেজাউল মোল্যা, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সাংবাদিক মাসুদ তাজ, যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির সদস্যবৃন্দ।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ