ব্রয়লার মুরগির দাম কমেছে, তবে বিক্রি বাড়েনি

আরো পড়ুন

বাজারে ব্রয়লার মুরগির দাম অনেকটাই কমেছে। গত সপ্তাহেও প্রতি কেজি ব্রয়লারের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। আর গত মাসে তা ছিল ২০০ টাকার বেশি। আজ, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কমার বেশ কয়েকটি কারণ রয়েছে। গরুর মাংসের দাম কমে যাওয়ার কারণে অনেকেই ব্রয়লার মুরগি কেনার পরিবর্তে গরুর মাংস কিনছেন। এছাড়াও, হরতাল-অবরোধের কারণে সামাজিক অনুষ্ঠান কমে যাওয়ায় মুরগির চাহিদা কমেছে। সরকারের কঠোর নজরদারিও দামে প্রভাব ফেলেছে।

ব্রয়লার মুরগির দাম কমার পরও বিক্রি বাড়েনি। রাজধানীর বিভিন্ন বাজারে মুরগি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতাল-অবরোধের কারণে বাজারে ক্রেতা নেই। এছাড়াও, খামারিরা আগে থেকেই বেশি মুরগি উৎপাদন করেছিলেন, তাই সরবরাহ ভালো।

ব্রয়লার মুরগির দাম কমার ফলে ভোক্তাদের জন্য সুখবর। তবে খামারিদের লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ