বেনাপোলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত, বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই দুই কারবারির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,

(১) মোঃ শাহাজামাল (৩৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম,  সাং- ভবেরবেড় পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর। (২০০ গ্রাম গাঁজাসহ)

(২) মোঃ বাকি বিল্লাহ (২৮), পিতা- মৃত শহীদ সর্দার,  সাং- নারায়নপুর বিশ্বাসপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর। (৫৫পিস ইয়াবাসহ)

শনিবার (১১ নভেম্বর) বিকালের বিভিন্ন সময়ে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান বলেন, ‘ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল যশোর কতৃক পৃথক দুই অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৫৫পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের নিজ শয়নকক্ষ হতে আলামত উদ্ধার করা হয়েছে এবং তাদের কক্ষের মধ্যে উপস্থিত থাকা অবস্থাতেই গ্রেফতার করা হয়েছে। যাচাই করে জানা যায় তাদের নামে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ