বেনাপোলে পোর্ট থানার মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার, আসামী পলাতক

আরো পড়ুন

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলের বারপোতা গ্রামে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারের জামে মসজিদের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় সাহাবুদ্দিন মোড়ল (৩১) নামে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পলাতক আসামী সাহাবুদ্দিন শার্শা থানাধীন অগ্রভুলোট গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

ফেলে যাওয়া প্যাকেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পলাতক আসামী কে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

তিনি আরও জানান, বেনাপোল সীমান্তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ