বুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

আরো পড়ুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। বুয়েট ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। পরে শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

বুয়েটের ভর্তি পরীক্ষা গতবারের মতো এবারও দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন শুরু হবে আগামী ১ মার্চ। আবেদন করা যাবে ১০ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষার বিস্তারিত বিষয়ে জানতে বুয়েটের ওয়েবসাইট (www.buet.ac.bd) ভিজিট করতে পারেন।

ভর্তি পরীক্ষার যোগ্যতা

বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন হতে হবে:

  • বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ বিজ্ঞান বিভাগে ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ বিজ্ঞান বিভাগে ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৫.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিনটি বিষয়ে মোট ৬০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময়কাল হবে ৩ ঘণ্টা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ