বাড়ির ছাদে গাঁজা চাষ

আরো পড়ুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ির ছাদে মালিকের অজান্তে গাঁজা চাষ করার অভিযোগে কেয়ারটেকার সিরাজুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন কাজী বাড়ির বাসিন্দা। তার দখল থেকে তিন ফুটের একটি গাঁজা গাছের চারা জব্দ করা হয়েছে। যার ওজন ২৭০ গ্রাম। পরে মামলা করে সোমবার (৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ীর পৌর এলাকার রামপুর ভূঁইয়া বাড়িতে অভিযান চালানো হয়। এতে দেখা যায়, মালিকের অগোচরে কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির ছাদে গাঁজা চাষ করে আসছেন। পরে তাকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ