প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার; যশোরে অংশ নিবে ২৮ হাজার ৫৫

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। তিন বিভাগ খুলনা,রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা বিভাগের যশোর জেলার ৩৮টি কেন্দ্রে ২৮ হাজার ৫৫ পরীক্ষার্থী অংশ নিবে। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, পরীক্ষা শেষে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষার খাতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ে যাওয়া হবে। ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে ৮টায় প্রতিটি কেন্দ্রে পরাক্ষার্থীদের প্রবেশ করতে হবে। বুয়েট থেকে ফলাফল তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর ফলাফল ঘোষণা হবে।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসতথ্যমতে, যশোরে ৩৮টি কেন্দ্রের মধ্যে সরকারি মাইকেল মধুসূদন কলেজের আব্দুল হাই কলা ভবনে ৯০০, একাডেমিক ভবনে ৫৪২, বিজ্ঞান ভবনে ৬৭৬, পুরাতন বিজ্ঞান ভবনে ৫৫৮, নতুন বিজ্ঞান ভবনে ৭২৪, যশোর কলেজে ১১০০, জিলা স্কুলে ১০৬৪, সম্মিলনী ইনস্টিটিউশনে ৭০০, ইসলামীয়া বালিকা বিদ্যালয়ে ৫০০, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে ৫০০, আমিনিয়া কামিল মাদ্রাসায় ৬০০, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজে ৫৫০, কালেক্টরেট স্কুলে ৭০০, হামিদপুর আল হেরা কলেজে ৬০০, সরকারি সিটি কলেজের কলা ভবনে ৬০০ ও বিজ্ঞান ভবনে ৫৩০, বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহে ৫০০, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮০০, মুসলিম একাডেমিতে ৫১২, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আলী রেজা রাজু ভবনে ১১৭২, এসএম কামাল উদ্দীন ভবনে ৫৪২, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলে ৭২২, সরকারি মহিলা কলেজের কলা ভবনে ৭০০ ও বিজ্ঞান ভবনে ৮৪০, ক্যান্টনমেন্ট কলেজের নজরুল ভবনে ১৪০০, মাইকেল মধুসূদন ভবনে ১১৫০, অনার্স ভবনে ৫০০, পুলিশ লাইন স্কুলে ৭১৬, সেবা সংঘ বালিকা বিদ্যালয়ে ৪০০, বিএড কলেজে ৮০০, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ১২৩৫, উপশহর মহিলা ডিগ্রি কলেজে ১০০০, নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলে ৭৬২, পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমি, ড্রইং, সিভিল, ম্যাকানিক্যাল ও প্রাইমারি স্কুল ভবনে ৬৫০, কম্পিউটার, অডিটোরিয়াম ও পাওয়ার ভবনে ৮৬০, উপশহর কলেজের ৬০০, নিউটাউন বালিকা বিদ্যালয়ে ৮০০ ও যশোর সরকারি কলেজে ৫৫০ পরীক্ষার্থী অংশ নেবে।

প্রসঙ্গত, তিন বিভাগে দ্বিতীয় ধাপে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন, কেন্দ্রের সংখ্যা ৬০৩ টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭ টি। ২০২৩ এর ২০ মার্চ ২য় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। গত ৮ ডিসেম্বর তিন বিভাগের (রংপুর, বরিশাল ও সিলেট) ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২০ ডিসেম্বর। এ পর্বের মৌখিক পরীক্ষা জেলা পর্যায়ে চলছে।

জাগো/জেএইচ 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ