প্রবাসী আয়ের দিক থেকে বিশ্বে সপ্তম অবস্থানে বাংলাদেশ

আরো পড়ুন

প্রবাসী আয়ের দিক থেকে বিশ্বে সপ্তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৩ সালের শেষে আনুষ্ঠানিক চ্যানেলে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার। এ বছর প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ।

বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৯-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে বাংলাদেশে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে সৌদি আরব থেকে। এছাড়াও, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) বেশ কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় আসে।

২০২২ সালে বাংলাদেশের প্রবাসী আয় কমেছিল। কিন্তু ২০২৩ সালে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র ও ইউরোপের শ্রমবাজারের চাঙাভাব, উচ্চ আয়ের দেশগুলোতে মূল্যস্ফীতি কমার কারণে প্রবাসী আয়প্রবাহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরব ও কুয়েতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নামার কারণে বাংলাদেশের প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ