পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ; বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত

আরো পড়ুন

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা প্রচণ্ড বিপাকে পড়েছেন।

বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। দোকানপাট খোলা থাকলেও নেই তেমন বেচাকেনা। বৃষ্টিতে জল কাদা সৃষ্টি হওয়ায় তা এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

শহরের স্ব-নির্ভর রোডের বাসিন্দা মো. নাসির বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে কাজ কাম বন্ধ, রাস্তায় কাদা, পানি, হালকা ঠান্ডাও লাগতেছে, বাইরে বাইর হইলে বৃষ্টির পানি গায় লাইগ্যা অসুখ হইবে তাই বাসায় আছি।

ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, বৃষ্টির কারণে কাস্টমর নাই বেচাকেনাও নাই লেবাররাও বইসা আছে। আমাগো বেচাকেনা না হইলে তারা কাজ পাইবে কই।

বৈরী আবহাওয়া বিরাজ করায় শঙ্কিত হয়ে পড়ছে উপকুলের মানুষ। কারণ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়গুলোর অধিকাংশই আঘাত হেনেছে নভেম্বর মাসে। ১৯৭০ সালের ১২ নভেম্বর এবং ২০০৭ সালের ১৫ নভেম্বরের ভয়াল স্মৃতি এখনও ভুলতে পারেনি উপকুলের মানুষ তাই নভেম্বর মাসে আবহাওয়া খারাপ হতে দেখলেই তাদের মনে আতঙ্ক বিরাজ করে।

এদিকে নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। ফলে সংশ্লিষ্টদের নিরাপদে থেকে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান বলেন, সংকেত বাড়লে আমরা কার্যক্রম বন্ধ রেখে সকলকে নিরাপদ স্থানে সরিয়ে আনব।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। সকলকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। বিশেষ করে সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকুলের কাছাকাছি এসে নিরাপদ চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছে। সংকেত বাড়লে আমরা প্রস্তুতি সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ