নয় পৌরসভায় ভোট ৯ মার্চ

আরো পড়ুন

দেশে জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। দেশের ৯টি পৌরসভায় নির্বাচন আগামী ৯ মার্চ। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব পৌরসভাগুলো হচ্ছে, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহীর কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা সদর পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা।

অশোক কুমার দেবনাথ জানান, এ ৯ পৌরসভায় ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন ফাইল অনুমোদন করেছে। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ওই সব পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
এদিকে, দেশের উপজেলা পরিষদের নির্বাচনি তফশিল চলতি মাসেই ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী মার্চ মাস নাগাদ কয়েক দফায় এ নির্বচন হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ