নওগাঁ-২ আসনে নির্বাচন: ভোটগ্রহণের পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

আরো পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিনসহ মোট পাঁচ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মাজহারুল ইসলাম এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসারের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব এবং প্রতি উপজেলায় চার প্লাটুন করে মোট আট প্লাটুন বিজিবি মোতায়েন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

গত ২৯ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল হয়েছিল।

নির্বাচন কমিশনের উপসচিব মো. মাজহারুল ইসলাম বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করার মাধ্যমে আমরা নির্বাচনী এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ