জুনের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০ জন

আরো পড়ুন

চলতি জুন মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫০ জন। এ বছর এখন পর্যন্ত মোট ৩৯ জন ডেঙ্গুতে মারা গেছেন এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১০ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি পাঁচ মাস পর সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা ছিল ৫৯ জন, যা গত ১০ জানুয়ারি ছিল।

এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই মাসেই ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে মারা গেছেন ১২ জন, মার্চে ৫ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং এপ্রিলে ২ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ