গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া পদত্যাগ করলেন

আরো পড়ুন

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রেজা কিবরিয়া। বুধবার রাতে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।

রেজা কিবরিয়া জানান, ২০২১ সালের অক্টোবর থেকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সরকারি নীতি নিয়ে কাজ করেছেন। এক পর্যায়ে তার মনে হয়েছে যে নিজ দেশের জনগণের জন্য কাজ করার সময় এসেছে। এ ধরনের সুযোগ হয়তো ভবিষ্যতে নাও আসতে পারে।

রেজা কিবরিয়া বলেন, “দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ আমি। পদত্যাগের আগে দলের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছি।”

গণঅধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, “তিনি পদত্যাগ করেছেন, এটি সত্য।”

রেজা কিবরিয়ার পদত্যাগের কারণ নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করতে পারেন।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ