ঈদুল আজহায় ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৬০ টাকা, বাইরে ৫০-৫৫ টাকা

আরো পড়ুন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ঢাকার ভেতর গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৬০ টাকা। গত বছর এটি ছিলো ৫০-৫৫ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। গত বছর এটি ছিলো ৪৫-৪৮ টাকা।

খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০-২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর খাসির চামড়ার দাম ছিলো ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার দাম ছিলো ১২-১৪ টাকা।

চামড়ার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি কর্তৃপক্ষ (এইচএলইটিবি) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) ওয়েবসাইটে নির্ধারিত দামের তালিকা পাওয়া যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ