ঈদযাত্রায় ট্রেনের টিকিট: রংপুর বিভাগের টিকিট প্রথম ঘণ্টাতেই শেষ!

আরো পড়ুন

ঈদযাত্রার প্রথম দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই রংপুর বিভাগের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। রবিবার (২ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

প্রথম তিন ঘণ্টায় বিক্রি:

মোট বিক্রি: ১৪,১৫৭ টিকিটের মধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার টিকিট।

সবচেয়ে বেশি চাহিদা: উত্তরবঙ্গের টিকিট, বিশেষ করে ঢাকা-পঞ্চগড়, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-নীলফামারী রুট।

দ্রুততম বিক্রি:
১০ মিনিটের মধ্যে শেষ: ঢাকা-পঞ্চগড় (একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস), ঢাকা-কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস) এবং ঢাকা-নীলফামারী (চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস)।

১ ঘণ্টার মধ্যে শেষ: ঢাকা-রাজশাহী (পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেস)।

অবিক্রীত টিকিট: যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন (বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস)।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ