আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার!

আরো পড়ুন

যশোর ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্যদের গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

গত ৯ই এপ্রিল, যশোরের শালিখা থানার বাসিন্দা মোঃ রিপন হোসেন যশোর বিআর টিএ অফিসে গাড়ির ড্রাইভিং লাইসেন্স করার জন্য যান। তার লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি অফিসের সামনে খানা তালাবদ্ধ করে ভেতরে চলে যান। কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই!

এ ঘটনায় রিপন হোসেন যশোর কোতয়ালী থানায় মামলা করেন।

জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের দায়িত্ব অর্পণ করেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি দল গঠন করে তদন্ত শুরু করা হয়। তথ্য প্রযুক্তির সাহায্যে দ্রুতই চোরদের সনাক্ত করা হয় এবং যশোর ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো:

মোঃ আল আমিন সরদার (৪৫), চিংড়াখালী, শ্যামনগর, সাতক্ষীরা
মোহাম্মদ আলী (৪২), বংশীপুর, শ্যামনগর, সাতক্ষীরা
খলিলুর রহমান বাবু (৪৪), চন্ডিপুর, শ্যামনগর, সাতক্ষীরা
মোঃ কামাল হোসেন (৩০), বংশীপুর, শ্যামনগর, সাতক্ষীরা

এসময় ৫ টি চোরাই মোটরসাইকেল

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, তাদের চোরাচালানের জাল বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ