আচারণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে হুমকি দেওয়া যবিপ্রবির সেই দুই শিক্ষককে শোকজ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। যশোর সদর-৩ আসনের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ শম্পা বসু বৃহস্পতিবার তাদেরকে শোকজ করেন। একই সাথে বৃহস্পতিবার বিকেল চারটায় যশোরের জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে হাজির হয়ে তাদেরকে লিখিত ব্যখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। দুই শিক্ষকেরা হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেশারিশ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা। তারা দুইজনেই নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মধ্যে আব্দুস সামাদ শ্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন। অপরজন ড. সাইবুর রহমান মোল্লা ঢাকাতে অবস্থান নেয়ায় তিনি ভার্চুয়ালি মোবাইলের ভিডিও কলের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। তারা দুজনেই অনুসন্ধান কমিটির কাছে বলেছেন তাদের এ ভুল অনাকাঙ্খিত। এমনটি আর করবেন না। একই সাথে তারা নিশ্বর্তে ক্ষমা চেয়েছেন।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষর যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে গত মঙ্গলবার একটি সভায় অংশ নেন। তাদের মধ্যে একজন বক্তব্যও দেন। যা নিয়ে সমালোচনার ঝড়  উঠে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়। বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির। পরে কমিটি শোকজ করে।

জাগো/জেএইচ 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ