অস্ত্রসহ আটক ২২ রোহিঙ্গা ৩ দিনের রিমান্ডে

আরো পড়ুন

মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশের ক্যাম্প ছেড়ে রাখাইনে যাওয়া এবং পরে অস্ত্রসহ ফিরে আসা ২২ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়ার থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার।

এ সময় গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামের এক রোহিঙ্গা অসুস্থ হওয়ায় তার রিমান্ডের অনুমতি দেননি বিচারক।

ঘটনার বিবরণ:

৬ ফেব্রুয়ারি: মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশে প্রবেশ করে ২৩ রোহিঙ্গা।
৯ ফেব্রুয়ারি: অস্ত্রসহ গ্রেপ্তার করে বিজিবি।
১০ ফেব্রুয়ারি: অস্ত্র আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর।
১১ ফেব্রুয়ারি: রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ।
১২ ফেব্রুয়ারি: ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গ্রেপ্তার রোহিঙ্গাদের মধ্যে ৮ নম্বর ক্যাম্পের মো. হোসেন আহমদের ছেলে মো. হোসেন আহমদ (৩০) ও ৯ নম্বর ক্যাম্পের মো. রফিকের ছেলে মো. জুনাইদ (১৯) গুরুত্বপূর্ণ তথ্য জানেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে পাঁচটি এসএমজি, একটি জি-৩ রাইফেল, দুইটি পিস্তল ও চারটি রিভলভার রয়েছে।

এই ঘটনা রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ