অভয়নগরে পানিতে পড়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে কার্গো জাহাজ থেকে পণ্য নামানোর সময় গতকাল রোববার মো. কাইয়ুম সর্দার (৩৫) নামের এক হ্যান্ডলিং শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হন। এর ১৯ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থানে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যান। আজ দুপুরে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহাকাল মিস্ত্রিপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদীতে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আজ সোমবার দুপুরে ২টার দিকে তাঁর লাশ উদ্ধার করের ডুবুরিরা। কাইয়ুম সর্দার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মো. শরিয়াতুল্লাহর ছেলে। কাইয়ুমের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছেন।

কাইয়ুমের শ্যালক ইয়াছিন মোল্লা  বলেন, ‘এমভি তিশান নামের একটি কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। আমি কাইয়ুম ভাইয়ের পাশে আমার মাথায় ও বস্তা ছিল। আমিও হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করি। এমন সময় কাইয়ুম ভাই মাথায় বস্তাসহ পানিতে পড়ে যান। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকেরা তাঁকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে তাঁকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। আজ ১৯ ঘণ্টা পর তাঁর লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি।’

কয়েকজন শ্রমিক বলেন, ‘দেশ ট্রেডিং অনেক বড় একটা কোম্পানি কিন্তু তাদের ঘাট লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোনো উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক।’

নিহতের স্বজনেরা জানান, কাইয়ুমের পরিবার খুবই হতদরিদ্র। তাঁর মা-বাবা কেউ বেঁচে নেই। স্ত্রীসহ এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাই দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে বড় ধরনের একটা আর্থিক সহায়তার দাবি করেন স্বজনেরা।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য দেশ ট্রেডিংয়ের অফিসে যাওয়া হয়। কিন্তু অফিস বন্ধ থাকায় কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, ‘মাথায় বস্তাসহ কাইয়ুম নদীতে পড়ে যান। ১৯ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

 

জাগো/জেএইচ 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ