অং সান সুচি জেলখানা থেকে চিঠি লিখে দুর্দশার বর্ণনা দিলেন

আরো পড়ুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি। সেখানে চরম দুর্দশার শিকার এই নোবেল বিজয়ী নেত্রী। সম্প্রতি জেলখানা থেকে ছেলে কিম অরিসের কাছে চিঠি লিখে সেই দুর্দশার বর্ণনা দিয়েছেন তিনি।

চিঠিতে সুচি জানিয়েছেন, তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। দাঁতের এবং শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। সুচির এই স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম অরিস।

অরিস আরও বলেন, তিনি তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। সুচি ৭৮ বছর বয়সী। তাকে পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে ভয়াবহ পরিবেশে আটকে রাখা হয়েছে। সুচিকে ন্যাপিডতে আলাদা করে একটি নিঃসঙ্গ কারাগারে আটকে রাখা হয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক জান্তা সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। সুচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যা রাজনৈতিক বলে মনে করা হয়। সুচিকে ২৭ বছরের জেল দেওয়া হয়েছে। সুচির পারিবারিক বাড়িটি নিলামে তোলার জন্য নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত আদালত। সুচির বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া ন্যায়বিচারের অভাবে ভুগছে।

সুচির ছেলে কিম অরিস তার মায়ের সাথে ভবিষ্যতে যোগাযোগ রাখার আশা করেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ