৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আরো পড়ুন

সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে দেশটির বালি সাগর ও লম্বক অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০৩ কিলোমিটার (১২৬ মাইল) উত্তরে এবং ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার নিচে খুব গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন বার্তাসংস্থা রয়টার্স।

অবশ্য ইন্দোনেশিয়া এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থাগুলো ভূমিকম্পের মাত্রা ৭.১ ছিল বলে জানিয়েছে। এই ঘটনায় কোনোও ধরনের সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা অনুসারে, বালি এবং লম্বকের উপকূলীয় অঞ্চলজুড়ে আঘাত হানা ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে অনুভূত হয়। এরপর ৬.১ এবং ৬.৫ মাত্রার আরো দুটি ভূমিকম্প অনুভূত হয় ওই অঞ্চলে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়ার পরই সেখানকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ