দুর্গাপূজার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা ৫ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও কর্মব্যস্ততা ফিরেছে বন্দরটিতে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে এ পথে শুরু হয় আমদানি পণ্য প্রবেশ। এর আগে গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টেবর পর্যন্ত টানা ৫ দিন এ বন্দরে বন্ধ ছিল আমদানি ও রপ্তানি বাণিজ্য।
এদিকে বাণিজ্য শুরু হওয়ায় কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে। বেনাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে গেছে ভারতে। ভারত থেকেও পণ্যবাহী ট্রাক এসেছে বেনাপোল বন্দরে। পন্য খালাসে ব্যস্ত সময় পার করছে শ্রমিকসহ বন্দর সংশিষ্টরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনে সাধারন সম্পাদক সাজেদুর রহমান জাগো বাংলাদেশকে জানান, টানা ৫ দিন ছুটির কারণে দুই বন্দরে পণ্য জট সৃষ্টি হয়েছিল। কার্যক্রম চালু হওয়ায় পণ্য জট কমতে শুরু করেছে। এপথে আমদানি পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস, কেমিক্যাল, মেডিকেল সামগ্রী, শিশুখাদ্য, মেশিনারী, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য।
রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটি জাতীয় দ্রব্য, কেমিক্যাল, মাছ, ওয়াল্টন পণ্যসামগ্রী বসুন্ধরা টিস্যু ও মেলামাইন ইত্যাদি। বন্দরের তথ্য মতে প্রতিদিন গড়ে ৪০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি ও ২০০ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। আমদানি পণ্য থেকে বছরে সরকারের রাজস্ব আসে প্রায় ৬ হাজার কোটি টাকা।
বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, পূজার ছুটি শেষে বন্দরে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করতে পারে এ বিষয়ে সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।