২৮ অক্টোবর সহিংসতা হলে কঠোর হস্তে দমন করা হবে: ডিএমপি কমিশনার

আরো পড়ুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে কেউ যদি সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আমরা তা কঠোর হস্তে দমন করব। আমরা ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রস্তুত। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এই কর্মসূচির আড়ালে সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছে সরকার।

ডিএমপি কমিশনার বলেন, আমরা বিএনপির কর্মসূচির আড়ালে কেউ যদি সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আমরা তা কঠোর হস্তে দমন করব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ