আগামী ১৩ নভেম্বর খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
জনসভা সফল করার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জনসভাস্থল ও আশপাশের এলাকাগুলোতে মাইকিং করা হবে। সার্কিট হাউজ মাঠ পরিপূর্ণ হওয়ার পর আসা নেতা-কর্মীরা আশপাশের সড়কগুলোতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, হরতাল-অবরোধে জনসভা করতে কোনো অসুবিধা হবে না। বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধ দিয়ে জনসভায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্রোত ঠেকাতে পারবে না। জনসভা পরিণত হবে জনতার মহাসমুদ্রে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সার্কিট হাউজ মাঠের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা সফলে সর্বাত্মক প্রস্তুতি চলছে।
খুলনা সদর ও সোনাডাঙ্গা আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, সর্বকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।