১৩ নভেম্বর খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন

আগামী ১৩ নভেম্বর খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।

জনসভা সফল করার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জনসভাস্থল ও আশপাশের এলাকাগুলোতে মাইকিং করা হবে। সার্কিট হাউজ মাঠ পরিপূর্ণ হওয়ার পর আসা নেতা-কর্মীরা আশপাশের সড়কগুলোতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, হরতাল-অবরোধে জনসভা করতে কোনো অসুবিধা হবে না। বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধ দিয়ে জনসভায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্রোত ঠেকাতে পারবে না। জনসভা পরিণত হবে জনতার মহাসমুদ্রে।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সার্কিট হাউজ মাঠের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা সফলে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

খুলনা সদর ও সোনাডাঙ্গা আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, সর্বকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ