হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ মনে করেন না ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা

আরো পড়ুন

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।

কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন বামপন্থী এই প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়। এটা হলো গণহত্যা, যাতে প্রায় দুই হাজার শিশু নিহত হয়েছে। এই যুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই, তারা যুদ্ধের ভুক্তভোগী।

ব্রাজিলের বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।

গজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। কারণ, এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ