সিএনজিচালিত মোটরসাইকেল বাজারে আসছে

আরো পড়ুন

প্রথমবারের মতো সিএনজিচালিত মোটরসাইকেল বাজারে আসছে। বাজাজ এই বাইকটি তৈরি করছে। শুরুতে ১১০ সিসি ইঞ্জিনের বাইকটি বাজারে আসবে। পরবর্তীতে অধিক সিসির বাইকও বাজারে আসবে।

বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ সিএনজিচালিত মোটরসাইকেল বাজারে আনছে। এই বাইকটি ৬-১২ মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে।

বাজাজ সিইও রাজীব বাজাজ জানিয়েছেন, তারা সবথেকে বড় পালসার এবং সিএনজি বাইকের উপর কাজ শুরু করেছে। বাজাজ পরিকল্পনা করছে প্রতিবছর ১ লাখ ইউনিট গ্যাস চালিত মোটরসাইকেল উৎপাদন করে বিক্রি করার।

বাজাজ সিএনজিচালিত মোটরসাইকেলের প্রোটোটাইপ ইতিমধ্যে তৈরি করেছে। এই বাইকের নাম হবে ব্রুজার ই১০২। বাইকটিতে ১১০ সিসির ইঞ্জিন থাকবে এবং এর সর্বোচ্চ গতি হবে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকটিতে সিএনজি এবং পেট্রোল উভয়ই ব্যবহার করা যাবে।

সিএনজিচালিত মোটরসাইকেল পেট্রোলচালিত মোটরসাইকেলের তুলনায় অনেক সস্তা। এছাড়াও সিএনজিচালিত মোটরসাইকেলের পরিবেশ দূষণ কম। তাই সিএনজিচালিত মোটরসাইকেলের চাহিদা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ