বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট দফতর কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ধর্মের নামে অপব্যবহার করে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে দেশের শান্তি ও উন্নয়নে বাধাগ্রস্ত করে নানা রকম দাঙ্গা ফাসাদ তৈরী করছে। তবে, তারাতো কখনও ইসলামের বন্ধু হতে পারে না। এছাড়া যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, যারা এতিমের টাকা মেরে ক্ষমতায় যেতে চায় তাদের আগামীতে ভোট না দিতে তিনি আহবান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই ইসলামী শিক্ষাকে উচ্চ শিক্ষায় রূপ দিতে, আরো সম্প্রসারিত এবং আরো বেশি দক্ষ ও যোগ্য জনবল তৈরী করার জন্য করার জন্য ২০১৩ খ্রিষ্টাব্দে প্রধানমন্ত্রী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করতে এবং মাদরাসা শিক্ষদের দাবীর পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ খ্রিষ্টাব্দে পৃথক মাদরাসা শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা করেছেন। মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে সমপর্যায়ে ভূক্ত করেছেন।