বলিউডের সুপারস্টার শাহরুখ খান আগামী ২ নভেম্বর তার ৫৬তম জন্মদিন উদযাপন করবেন। এই বিশেষ দিনে তিনি তার আসন্ন সিনেমা ‘ডাঙ্কি’-এর টিজার উন্মোচন করবেন।
বলিউড সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, শাহরুখের জন্মদিনের প্রথম ভাগেই রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির টিজার মুক্তি পাবে। এরপর একই টিজার ভক্তদের সঙ্গে একটি ফ্যান-মিট অনুষ্ঠানে উপভোগ করবেন শাহরুখ।
এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। এই পার্টিতে বলিউডের প্রায় সব তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দীপিকা পাড়ুকোন, কাজল, আলিয়া ভাট, করন জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকারা থাকছেন এই পার্টিতে। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন।
‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে কাজল ও ভিকি কৌশলকে দেখা যাবে। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শাহরুখের জন্মদিনে আরও কী কী থাকছে?
শাহরুখের জন্মদিন উপলক্ষে আরও কিছু বিশেষ আয়োজন থাকছে। মুম্বাইয়ের গ্যালারিয়া লা ফেমিনাতে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে শাহরুখের ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের ছবি প্রদর্শিত হবে। এছাড়াও, শাহরুখের একটি বিশেষ গানও প্রকাশ করা হবে।
শাহরুখের জন্মদিনের এই বিশেষ আয়োজনগুলো তার ভক্তদের জন্য একটি দুর্দান্ত উপহার। শাহরুখের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।