জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ভিন্ন রকম এক আয়োজন করে শার্শা উপজেলা রাসেল স্মৃতি সংসদ।
বুধবার বিকেলে শার্শা বাজার কমিউনিটি ক্লিনিক মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা রাসেল স্মৃতি সংসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।
শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন শিশু রাসেলকে একত্রিত করেন। এ সময় তাদের হাতে রাসেলের ছবি সম্বলিত ফেস্টুন ও রাসেলের ব্যবহৃত প্রিয় বাইসাইকেল তুলে দেন। পরে রাসেলের স্মৃতি স্মরণে জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
এ সময় শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।