সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আরিফ মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী জানান, আরিফ মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ মেস থেকে আরিফ মিয়া নামের শাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।