গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেছে। এই আসরে ৭ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি।
বিশ্বকাপ জয়ের ঠিক এক বছর পর মেসির পরা জার্সি নিলামে তোলা হচ্ছে। আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলা হবে।
সোথেবির পক্ষ থেকে এই নিলাম পরিচালনা করা হবে। সব মিলিয়ে জার্সিগুলোর দাম আনুমানিক এক কোটি ডলার আশা করছে সোথেবি। সেক্ষেত্রে ক্রীড়া জগতের সবচেয়ে দামী নিলাম হবে মেসির এই জার্সিগুলো।
এই নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের একটি প্রজেক্টে। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে এই প্রতিষ্ঠান।
নিলাম আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। একইসময়ে প্রদর্শনীর জন্য রাখা হবে এই জার্সিগুলো।