নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ নভেম্বর) নড়াইল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ও রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রির দায়ে বিশ্বাস ট্রেডার্সকে ২০ হাজার, নিহান সার্ভিস সেন্টারকে তিন হাজার ও সাজ্জাদ ট্রেডার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া ও নিয়মবর্হিভূতভাবে পেট্রল বিক্রির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এই জরিমানার ফলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।