যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রওনা হন তিনি। আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
লন্ডনে বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাননীম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এরপর হোটেল লবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।