দেশের ডলার সংকট নিরসনে রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণোদনা দ্বিগুণ করার ফলে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। এই মাসে ২১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, অক্টোবরে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা ধরে এই অর্থের পরিমাণ ২১ হাজার ৮৫০ কোটির বেশি।
খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনার কারণে রেমিট্যান্সে এই প্রবৃদ্ধি হয়েছে। প্রতি ডলারের ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ায় প্রবাসীরা হুন্ডি এড়িয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘প্রণোদনা বৃদ্ধির ফলে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। আর রেমিট্যান্স বাড়লে আমদানি ব্যয় মেটানো সহজ হবে। এটি দেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’
গত জুন মাসে রেকর্ড পরিমাণ ২১৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। একক মাস হিসেবে যেটি ছিল প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি আসা প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল।
বিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন দুই হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল দেশে।