ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ‘রাশিয়ার অবিরাম প্রচেষ্টাকে’ স্বাগত জানিয়েছে।
হামাস বলেছে, আমাদের লোকজনের ওপর জায়নবাদী আগ্রাসন, গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নিয়েছেন, (আমরা) তাকে অভিবাদন জানাই।
গত বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন বেসামরিক লোকজন ‘হতাহতের সংখ্যা কমিয়ে শূন্যতে নামিয়ে আনতে’ উভয় পক্ষের প্রতি আহ্বান জানান। পরে গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও একইভাবে শান্তি ফিরিয়ে আহ্বান জানান।
এছাড়া শুক্রবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূতের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।