রাতে বিয়ে, সকালে লাশ হলেন স্বামী

আরো পড়ুন

রাতে বিয়ে ধমুধাম করে বিয়ে হয় জাকারিয়া হোসেন (১৮) নামের এক যুবকের। সকালে নববধূর জন্য বাজার করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট ) সকালে বগুড়ার কাহালু এলাকার ১২ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাকারিয়া হোসেনের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটি পাড়া এলাকায়। তিনি দুপচাঁচিয়া টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।

ওই নববধু একই উপজেলার ক্ষেতলাল বেড়াইল গ্রামের আ. রহিমের মেয়ে৷

পুলিশ ও স্থানীয়রা জানান, জাকারিয়া মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে নতুন স্ত্রীর জন্য কেনাকাটা করতে বগুড়া যাওয়ার পথিমধ্যে একটি লরি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান বলেন, লরি ট্রাক্টরটিসহ চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ