রাজধানীতে মিলল যশোরের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

আরো পড়ুন

রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে ফাঁস দেওয়া অবস্থায় যশোরের ঝিকরগাছা উপজেলার নাসিম হোসেন (১৮) নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পড়তেন।

রবিবার (৮ অক্টোবর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৭ অক্টোবর) রাতে হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, নাসিম যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ওলিয়ার রহমান। তিনি সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায় এসে মগবাজারে অবস্থিত ওই হোটেলে ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ