বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উদীচীর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র গীতি, নজরুল গীতি, কবিতা, নৃত্য, সমবেত সঙ্গীত ও সমবেত কবিতা পরিবেশন করেন জেলা উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সৌহার্দ অধিকারী, জ্যেতি রানী পাল, প্রিয়াংকা বিশ্বাস, অঞ্জুন রায়, রাহা, সোহা, সুব্রত দাস ও নজরুল গীতি পরিবেশন করেন তুর্যয় ঘটক, মিতা সরকার, সমৃদ্ধি ঘোষ, সামসুন নাহার সবদার, মুস্তাহিদ হাসান।