যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২, আহত ৫০

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের লুইস্টন শহরে বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার রাতে শহরের দুটি আলাদা স্থানে একই বন্দুকধারী হামলা চালায়। ঘটনাস্থলে গুলি চালানোর সময় বন্দুকধারীকে পুলিশ গুলি করে হত্যা করে।

লুইস্টন শহরের পুলিশ জানিয়েছে, স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে দুটি স্থানে বন্দুক হামলা চালানো হয়। ঘটনাস্থলে একাধিক মরদেহ ও আহতদের পাওয়া গেছে।

পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করেছে। ছবিতে তাকে রাইফেল হাতে গুলি করতে দেখা গেছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

লুইস্টনের মেয়র কার্ল শেলিন ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। তিনি বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি সাধারণ ঘটনা। প্রতি বছর দেশটিতে বন্দুক হামলায় শত শত মানুষ নিহত হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ