আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন প্রত্যাশী হলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি একজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ এবং সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা।
ডা. তৌহিদুজ্জামান তুহিন যশোরের ঝিকরগাছা কৃর্তিপুর গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত আলহাজ্ব আব্দুল ওয়াহাব ছিলেন একজন সরকারী চাকুরীজীবি এবং মাতা দৌলতুন্নেছা ছিলেন একজন গৃহীনি। তার স্ত্রী তসলিমা আহমেদ জামানও একজন চিকিৎসক। এই চিকিৎসক দম্পতির একমাত্র পুত্র সন্তান তানজিম আহমেদ জামান ওরফে প্রিয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাইনেসিওলজি বিষয়ে পড়াশুনা করছেন।
ডা. তৌহিদুজ্জামান তুহিন ১৯৬৯ সালের গন অভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর ভিপি, মুজিব বাহিনীর অন্যতম নেতা, স্বাধীনতার সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, বাংলাদেশ আওয়ামীলীগের প্রবীণ নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বার, বর্তমানে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, চৌগাছা-ঝিকরগাছার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হতে চান। উপজেলার গরীব অসহায় মানুষের পাশে থেকে অবহেলিত সমাজ তথা দুস্থ গরীব অসুস্থ রোগীদের সেবা, বিধবা ভাতা , বয়স্কভাতা, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যায়ভার সহ সকল সমস্যার সমাধানের অঙ্গীকার নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, সম্পূর্ণ একক প্রচেষ্টায় তার মরহুম পিতামাতার নামে প্রতিষ্ঠা করেছেন দৌলতুন্নেসা-ওয়াহাব ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ঝিকরগাছার হাসপাতাল রোডে অবস্থিত। এখানে দীর্ঘদিন ধরে বিনামুল্যে এবং নামমাত্র মূল্যে এলাকার বীরমুক্তিযোদ্ধা, এতিম, দুঃস্থ, এতিম, অসচ্ছল, অসহায়, প্রতিবন্ধী ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
ডা. তৌহিদুজ্জামান তুহিনের মনোনয়ন প্রত্যাশায় যশোর-২ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মনোনয়ন প্রত্যাশা করছেন।