চিকিৎসা নিতে আসা রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই কালে হাতে নাতে দুই মহিলা ছিনতাইকারী কে আটক করেছে রোগী ও স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১৪ নাম্বার চর্ম রোগ বিশেষজ্ঞ চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দপ্তরে নিলে তিনি কোতয়ালী পুলিশের কাছে মহিলা দুই ছিনতাইকারী কে হস্তান্তর করেন।
ছিনতাইকারীরা হলেন ঢাকা শাহবাগ এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী রোজিনা বেগম (৩৪)ও একই এলাকার সোহেল আহাম্মেদের স্ত্রী নুরুন্নাহার (৩২)।বর্তমানে তারা যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।
কোতোয়ালি থানার এস আই সালাউদ্দিন আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কামার গণনা গ্রামের মনিরুজ্জামান এর স্ত্রী তহমিনা বেগম হাসপাতালের বহির্বিভাগে চর্ম চিকিৎসক কে দেখানোর জন্য সিরিয়ালে অপেক্ষা করছিলেন। এ সময় ছিনতাইকারী তার গলা থেকে লকেট সহ স্বর্ণের চেন ছিনতাই করেন। তখন উপস্থিত রোগীও অন্যান্য স্বজনরা হাতেনাতে তাদের দুইজনকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী জানান, বহির্বিভাগে রোগীদের চেইন ছিনতাই কালে দুই মহিলা ছিনতাইকারী কে রোগী ও সজনা নাটক করে হাসপাতাল দপ্তরে আনেন। পরে দুই চিন্তাই কারীর কাছ থেকে কেন মোবাইল সেট উদ্ধার করায় তাদেরকে পুলিশকে কাছে দেওয়া হয়।