বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইন্স গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর স্লোগান হলো “পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, নূর-ই আলম সিদ্দিকী, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে.এম ইকবাল হোসেন, কোতয়ালী মডেল থানা কমিউনিটি ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মনিরামপুর থানা কমিউনিটি ফোরামের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, ফিরোজ কবির, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীব মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক গোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, অফিসার ও ফোর্সবৃন্দ।