যশোরে ১৮ টি রুটে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের মনিহার বাস স্টান্ড চত্বরে যশোর জেলা সড়ক গণপরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যশোর বাস মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু এ সময় তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে দীর্ঘ দিন ধরে মটর ও অবৈধ যান সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়াছে। যার জন্য প্রতিনিয়তই ঘটছে সড়ক দূর্ঘটনা। অবিলম্বে এই অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে এবং প্রশাসন এই অবৈধ যান বন্ধ না করলে গাড়ি বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন ও আগামী দশ তারিখের মধ্যে দাবি না মানলে বড় কর্মসূচি দিতে বাধ্য হবো বলে হুশিয়ারী দেন।
আরও বক্তব্য দেন, খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিউল হোসেন, যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ চাকলাদার, যশোর মিনি বাস মালিক সমিতির সভাপতি মোসলেম আলী, যশোর মিনি বাস মালিক সমিতি সাধারন সম্পাদক অসিম কুন্ডু, জেলা সড়ক পরিবহণ ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান বাবলু, যশোর খাজুরা বাস মালিক সমিতির সভাপতি হোসেন তারেক, যশোর ২২৭ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সেলিম রেজা মিঠু, কেশবপুর বাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জল মুখার্জী,
যশোর জেলার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, নড়াইল জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশু বিশ্বাস ,জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর, নওয়াপাড়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুণ আর রশীদ ফুলু।