যশোরে ১৭৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

আরো পড়ুন

যশোর জেলার কোতয়ালী থানা এলাকা হতে ১৭৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

০৭ অক্টোবর ২০২৩ তারিখ মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ০৬ অক্টোবর ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন প্রধান ডাকঘরের সামনে একতা ফটোষ্ট্যাট এন্ড কম্পিউটার দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ০৭ অক্টোবর ২০২৩ তারিখ মধ্যরাতে উক্ত দোকানে অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী- (আসামী) ১। মোঃ শান্তি মিয়া @ শান্ত @ মিজানুর রহমান ২। ইমাম হাসান সাগর , ৩। মোঃ তাপ্পু মিয়া কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৭৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০৮ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সিমান্তবর্তি এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ক্রয় করে এনে অধিক মূল্যে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ