নিজস্ব প্রতিবেদক :
৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর সভাপতিত্বে ও শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ ও শেখ মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন,শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ফিরোজ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন তরফদার, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহসান ইভেন, যুগ্ম আহবায়ক অনিক আহমেদ,শরিফুল ইসলাম,৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী,জেমস সুমন, মুন, শ্রাবণ, বাবু, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক টুটুল, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ, বাদশা, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইস্রাফিল সরদার, দেয়াড়া ইউনিয়নের আহ্বায়ক সেলিম রেজা, রাজু, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম-আহ্বায়ক পান্নু,ষইছালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিথুন তরফদার প্রমুখ।