যশোরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন

আরো পড়ুন

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’- শ্লোগানের আলোকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি হারুন আর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, টিআইবি যশোরের সভাপতি অধ্যাপক শাহিন ইকবল, উদীচী শিল্পগোষ্ঠী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক এ্যাডভোকেট কামরুন নাহার কনা, জেলা সম্মিলিত রবীন্দ্র সংগীতের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ