যশোরে মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় জেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বিকেলে তিনি ঝিকরগাছা থেকে অফিস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-ঝিকরগাছা সড়কের নিমতলায় পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নীচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের স্বজনরা জানান, কামরুন নাহার পুতুল একজন সৎ ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তার মৃত্যুতে পরিবার ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।