যশোরে শামছুর গাজীকে কুপিয়ে জখম, রোহান আটক

আরো পড়ুন

যশোরর আশ্রম রোডস্থ ব্যবসায়ী শামছুর গাজীকে কুপিয়ে জখমের ঘটনায় তুহিনের ছেলে রোবায়েত রোহানকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন খান।

এরআগে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয় কিন্তু অভিযোগে অভিযুক্ত দাবি করা তুহিন ও সুহিনের নাম বাদ দেয়া হয়। এজাহারে মাহফুজ গাজী উল্লেখ করেছেন, ওই এলাকায় ভাংড়ি ব্যবসা নিয়ে আসামিদের সাথে তার পিতার ইতোপূর্বে গোলযোগ ও শত্রুতা শুরু হয়। তার পিতাকে আসামিরা খুনসহ নানা ধরেনের হুমকি দিয়ে আসছিল। গত ৩০ জুলাই রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার পিতা নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাংড়ি পট্টির লিটনের বাড়ির সামনে পৌছালে আসামিরা তার গতিরোধ করে এবং ধারালো দা, চাকু, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে। এলোপাতাড়ি মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

তদন্ত কর্মকর্তা এসআই সালাহউদ্দিন খান বলেন, অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ