যশোরে রেললাইনে মিললো যুবতীর লাশ

আরো পড়ুন

যশোরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সাতমাইলে এক পাম্পের পাশের রেললাইনে থেকে লাশ ‍উদ্ধার করা হয়।

নিহতের পরনে রয়েছে লাল থ্রি-পিস।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বেলাল হোসাইন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে অসাবধানতার কারণে অথবা পরিকল্পিতভাবে কেউ ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয়ার কারণে তার মৃত্যু হতে পারে।

জানতে চাইলে যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশ ফাড়ির মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ